ময়মনসিংহে হরতালের সমর্থনে মিছিল
ময়মনসিংহে হেফাজতে ইসলাম বাংলাদেশের দেশব্যাপী ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। শহরে কিছু হালকা যান চলাচল করতে দেখা গেছে। মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ভোরে কিছু বাস ছেড়ে গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বন্ধ হয়ে যায়। তবে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। হরতালের সময় রাস্তার মোড়ে পুলিশের নজরদারি ছিল চোখে পড়ার মতো। হরতাল চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে রোববার সকাল পৌনে ৮টায় চরপাড়া জামিয়া ইসলামিয়া থেকে হরতালের সর্মথনে একটি বিক্ষোভ মিছিল করেন আলেমরা। হেফাজতের সমর্থনে ইত্তেফাকুল ওলামার নেতারা মিছিলের নেতৃত্ব দেন। পরে চরপাড়া মোড় এলাকায় ব্যারিকেড দিয়ে জন চলাচল অবরোধ করে সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তব্য দেন ইত্তেফাকুল ওলামার জেলা সভাপতি মুফতি মুহিববুল্লাহ, কেন্দ্রীয় নেতা মুফতি মাহবুবুল্লাহ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুফতি আমীর ইবনে আহমদ ও ‘শিশু বক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানী।
সমাবেশ চলাকালে ছাত্রলীগ পরিচয়ে সমাবেশস্থলে প্রবেশের চেষ্টা করলে নেতাকর্মীরা উত্তেজিত ও মারমুখী হয়ে ওঠেন। হাতাহাতির একপর্যায়ে পুলিশ ছাত্রলীগ পরিচয়দানকারী এক যুবককে তাড়িয়ে দেয়।