রবীন্দ্র জন্মবার্ষিকী উপলক্ষে সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতা
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে কবিতা আবৃত্তি ও রবীন্দ্রসংগীত প্রতিযোগিতার আয়োজন করে জেলা শিশু একাডেমি। আজ রোববার কবিতা আবৃত্তি ও রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় কবিতা আবৃত্তিতে বিচারক হিসেবে আব্দুল বারী ও মনি খন্দকার এবং রবীন্দ্রসংগীতে রকিবুল আলম শাহিদ, ফৌজিয়া জাহান ওপেল ও মাইকেল আন্দ্রীয় দায়িত্ব পালন করেন।
জেলা শিশুবিষয়ক কর্মকর্তা ইমরান মিঞা জানান, রবীন্দ্রসংগীতে ছয়জন এবং কবিতা আবৃত্তিতে নয়জনকে পুরস্কৃত করা হবে। কবি নজরুলজয়ন্তীতে তাদের পুরস্কার প্রদান করা হবে।