রিমান্ড শেষে আদালতে পরী মণি, ফের রিমান্ডের আবেদন
রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চার দিনের রিমান্ড শেষে চিত্রনায়িকা পরী মণি ও তাঁর সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে আদালতে নেওয়া হয়েছে। পুনরায় পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেবব্রত বিশ্বাসের আাদলতের শুনানি অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে তাদের হাজির করা হয়। তাদের আদালতের হাজতখানায় রাখা হয়েছে। আদালতের হাজতখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
শহিদুল আরও জানান, মাদক মামলায় পরী মণি ও দীপুকে আবার পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে সিআইডি।
গত ৫ আগস্ট পরী মণি ও আশরাফুল ইসলাম দীপুর চার দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ। ওইদিন মামলার তদন্ত কর্মকর্তা পরী মণি ও দীপুর সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ডের আদেশ দেন।
রিমান্ড শেষে আজ দুজনকে আদালতে হাজির করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।