হত্যা মামলায় যুবলীগনেতা সোহাগ রিমান্ডে
রাজধানীর যাত্রাবাড়ী থানার মো. পারভেজ মিয়াকে হত্যার ঘটনায় করা মামলায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীল আল সাইফুল সোহাগকে একদিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাগীব নূর এই আদেশ দেন।
এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআিই) নাজমুল হাসান আসামি শামীল আল সাইফুল সোহাগকে ১০ দিনের রিমান্ডে পাঠানোর আবেদন করেন। শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ডের আদেশ দেন।
মামলার নথি থেকে জানা গেছে, গত ১১ নভেম্বর রাজধানীর বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণির সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরদিন বনানী থানার হত্যাচেষ্টার মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।
এজাহারে বলা হয়েছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মো. পারভেজ মিয়া। ওইদিন বিকেল ৫টায় আসামিদের ছোড়া গুলিতে তিনি আহত হন। তাকে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২৯ অক্টোবর রাজধানীর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করা হয়।