সাতক্ষীরায় প্রতিবন্ধী ও স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় দুটি পৃথক ঘটনায় একজন বাকপ্রতিবন্ধী কিশোরী ও একজন স্কুলছাত্রী ধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের ডাক্তারি পরীক্ষা শেষে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার বিকেলে প্রাইভেট থেকে ফেরার পথে বৃষ্টির কারণে ওই স্কুলছাত্রী একটি মুদি দোকানের বারান্দায় আশ্রয় নেয়। এ সুযোগে মুদি দোকানি মোস্তাফিজ তাকে একা পেয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় আশাশুনি থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবির। তিনি জানান, ডাক্তারি পরীক্ষার পর ওই স্কুলছাত্রীকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযুক্ত মোস্তাফিজকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে, আজ সন্ধ্যায় একই উপজেলায় এক বাকপ্রতিবন্ধী কিশোরী এক বাড়িতে নতুন বউ দেখতে যায়। এ সময় ওই গ্রামের সুমন নামের এক যুবক তাকে স্থানীয় একরামুলের পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আশাশুনি থানায় মামলা দিলে পুলিশ সুমনকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তাকে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশাশুনি থানার ওসি জানিয়েছেন, প্রকৃত আসামিকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।