সাভারে সিঙ্গারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
সাভারের ফুলবাড়ি এলাকায় সিঙ্গার ইলেকট্রনিক্সের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিষ্ঠানটির গোডাউনে আজ বৃহস্পতিবার আনুমানিক সকাল ৬টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে সাভার এবং পরে ধামরাই ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট অগ্নিনির্বাপনে যোগ দেয়। এদিকে, কীভাবে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা এখনও নিশ্চিত করে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।