সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় একটি মোটরসাইকেলের দুজন আরোহী নিহত হয়েছেন। সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক সড়কের পিপুলবাড়িয়ায় গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতেরা হলেন—সিরাজগঞ্জ পৌর এলাকার হাসান (২৪) এবং ১ নং খলিফা পট্রি মহল্লার কে এম জাহাঙ্গীর (২৪)।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, শনিবার রাতে পিপুলবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় দুই যুবক আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার পর ওই দুই যুবকের মৃত্যু হয়।