সিলেটের বেশির ভাগ উপজেলায় পা রাখার শুকনো মাটি নেই
সিলেটের বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে পড়েছে। বেড়েই চলছে নদ-নদীর পানি। সেইসঙ্গে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। জেলাজুড়ে চলছে হাহাকার। বন্যাকবলিত বেশির ভাগ উপজেলায় পা রাখার মতো শুকনো মাটি নেই।
বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় সিলেট বিভাগের বেশির ভাগ এলাকার যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। টেলিফোন নেটওয়ার্ক অকার্যকর হয়ে গেছে।
বিদ্যুৎ বিভাগ থেকে নিরাপত্তার স্বার্থে ও দুর্ঘটনা এড়াতে পুরো সিলেট ও সুনামগঞ্জের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ফলে, সিলেট ও সুনামগঞ্জ কার্যত সারা দেশ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।
এদিকে, আক্রান্ত এলাকায় পানিবন্দি লোকজনকে আশ্রয়কেন্দ্রে আনতে উদ্ধারকাজে নামানো হয়েছে সেনাবাহিনী। জেলা প্রশাসনের হিসেবে এ পর্যন্ত প্রায় ১০ লাখ মানুষ পানিবন্দি হয়ে আছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলা। এ দুই উপজেলার প্রায় শতভাগ পানিতে তলিয়ে গেছে। তলিয়ে গেছে দুই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও।