সিলেটে আবারও বন্যা, ৩ নদীর পানি বিপৎসীমার ওপরে
গত কয়েক দিনের অবিরাম বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে এক মাসের মাথায় সিলেটে আবারও বন্যা দেখা দিয়েছে। এরই মধ্যে দুটি উপজেলার সঙ্গে জেলা শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। নগরের সাতটি ওয়ার্ডের বাসাবাড়িতে পানি ঢুকেছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পাঁচ পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। ফলে বিভিন্ন হাওরে বাড়ছে পানির উচ্চতা।
পানি বাড়তে থাকায় গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সঙগে সিলেটের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এক মাসের ব্যবধানে আবারও বন্যায় চরম দুর্ভোগে পড়েছে এসব এলাকার মানুষ।
এদিকে, গতরাত থেকে বাড়ছে সিলেটের সব নদনদীর পানি। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেটে ১১৫ এবং কানাইঘাটে ৪৫ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এরই মধ্যে বন্যাকবলিতদের জন্য ৪৪ টন চাল বরাদ্দ দিয়েছে প্রশাসন।