সিলেটে বন্যার্তদের পাশে এনটিভি
দুর্যোগ কিংবা দুঃসময়, সব সময় সহায়তার হাত বাড়িয়ে অসহায় মানুষের পাশে থেকেছে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। এবারও তার ব্যতিক্রম হয়নি। বন্যায় সুনামগঞ্জ ও সিলেটবাসীদের পাশে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি। সিলেটে দ্বিতীয় দিনের মতো আজ বৃহস্পতিবার বানভাসি মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে ত্রাণসামগ্রী।
সকালে এনটিভির পক্ষ থেকে কোম্পানীগঞ্জ উপজেলায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হয় ত্রাণ। দ্বিতীয় দিনে কয়েকশ পরিবার এনটিভির ত্রাণসামগ্রী পেয়ে খুশি হন। হাসি ফুটতে দেখা যায় পানিবন্দি মানুষের মুখে।
এনটিভির পক্ষ থেকে প্রতিটি পরিবারের জন্য প্যাকেটে করে নিত্যপণ্য দেওয়া হয়। এর মধ্যে রয়েছে চাল, ডাল, সয়াবিন তেল, পেঁয়াজ, আলু, লবণ ও বিস্কুট।
এর আগে গতকাল বুধবার দুপুরে নগরীর সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত এলাকা মাছিমপুরে ও বিকেল ৫টায় গোয়াইনঘাট উপজেলায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
সিলেটের স্টাফ করেসপন্ডেন্ট মারুফ আহমেদ ও স্টাফ ক্যামেরাপারসন আনিস রহমান এনটিভির পক্ষ থেকে মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেন।
সিলেটে দ্বিতীয় দফার ভয়াবহ বন্যায় এক সপ্তাহ ধরে পানিবন্দি মানুষের খাবার সংকট দেখা দিয়েছে। বিশুদ্ধ পানির সংকট চরম আকার ধারণ করেছে।
জেলার প্রায় সব এলাকার চিত্র এখন একই। বাড়ি কিংবা আশ্রয়কেন্দ্রের বাইরে যাওয়ার অবস্থা নেই। শহরেই চলছে নৌকা।
তবে, আশার কথা, সিলেট নগরীসহ বিভিন্ন উপজেলায় বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে। যদিও আস্তে আস্তে নামছে পানি। যদি বৃষ্টিপাত না হয়, তবে পানি কমবে, সবকিছু স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আবহাওয়াবিদরা।
এদিকে, টানা সাত দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রধান নিরাপত্তা কর্মকর্তা নজরুল ইসলাম।