সিলেটে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ, পরে মিলল লাশ
সিলেটের কানাইঘাট উপজেলায় বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার এক দিন পর আলমাছ উদ্দিন (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরের দিকে সাতবাঁক ইউনিয়নের জয়পুর নয়াগ্রামের একটি জমি থেকে ওই যুবকরে লাশটি উদ্ধার করা হয়।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য শাহিকুল হক জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন আলমাছ উদ্দিন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। আলমাছের পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ নিলেও তাঁকে কোথাও পাননি। পরে গতকাল শুক্রবার খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুরের দিকে নয়াগ্রামের একটি জমিতে আলমাছের লাশ দেখতে পান তাঁর স্বজনেরা। তাঁরা লাশটি উদ্ধার করে পুলিশে খবর দেন।
স্থানীয়দের ধারণা—মাছ ধরার সময় বজ্রপাতে আলমাছ উদ্দিনের মৃত্যু হয়ে থাকতে পারে।
ওসি তাজুল ইসলাম জানান, আলমাছ উদ্দিনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।