সুজানগর পৌর নির্বাচন বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
পাবনার সুজানগর পৌরসভার নির্বাচন বন্ধের প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য রেজাউল করিম রেজার উদ্যোগে ওই মিছিল ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের নেতৃত্বে পৌর ভবন চত্বর থেকে মিছিলটি বের হয়। পরে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার পৌর ভবন চত্বরে এসে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
এতে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন ও মেয়র পদপ্রার্থী রেজাউল করিম রেজা।
পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল জলিল বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম শামছুল আলম, অ্যাডভোকেট শাহজাহান আলী খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ, প্রচার সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক টুটুল, অর্থ বিষয়ক সম্পাদক সুবোধ কুমার নটো, আইন বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, উপদপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা মণ্ডল, কৃষক লীগের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক দুলাল হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, উপজেলা ছাত্র লীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, পৌর ছাত্রলীগের সভাপতি এসএম সোহাগ ও এনএ কলেজ শাখা ছাত্র লীগের সভাপতি রেদওয়ান নয়ন প্রমুখ।
বক্তারা বলেন, একটি কুচক্রীমহল নির্বাচন কমিশনঘোষিত আগামী ১৬ জানুয়ারির ওই নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন। নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত চূড়ান্ত। তিনি উক্ত নির্বাচনে রেজাউল করিম রেজাকে দলীয় মনোনয়ন দিয়ে নৌকার মাঝি হিসেবে পাঠিয়েছেন। কাজেই নির্বাচন বানচাল করার শক্তি কারো নেই। নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে। তবে যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন তারা দলের শৃঙ্খলাভঙ্গের পাশাপাশি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন। কাজেই ভবিষ্যতে তাদের এর খেসারত দিতে হবে।
উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর হাইকোর্টের মাননীয় বিচারপতি মো. মজিবুর রহমান এবং বিচারপতি মহিউদ্দিন শামিমের সমন্বয়ে গঠিত বেঞ্চের দেওয়া আদেশে দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় সুজানগর পৌরসভার নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করার নির্দেশ দেয়। সেইসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ নির্বাচন সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করা হয়।
গত ২৯ ডিসেম্বর নির্বাচন কমিশন থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সুজানগর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি আসে। এ চিঠি পাওয়ার পরই নির্বাচনী কার্যক্রম বন্ধ করা হয়েছে মর্মে পৌরসভায় মাইকিং করা হয়।