হাসপাতালে মোবাইল চুরির অপবাদে রোগীর স্বজনকে আটকে রেখে মারধরের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়া শহরের আল খলিল হাসপাতালে মোবাইল চুরির অপবাদে এক রোগীর স্বজনকে আটকে রেখে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আটকে রেখে তাঁকে মারধর করা হয় বলে জানা গেছে। পরে খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নির্যাতিত ব্যক্তি মো. শফিকুল ইসলামকে উদ্ধার করে।
জানা যায়, আজ দুপুরের দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার কালিকাপুর হরিতলা গ্রামের মো. শফিকুল ইসলাম তাঁর স্বজন রঙ্গু মিয়াকে নিয়ে চিকিৎসার জন্য শহরের আল খলিল হাসপাতালে নিয়ে আসেন। এ সময় হাসপাতালের আশা নামের এক নার্স তার মোবাইল হারিয়ে যাওয়ার কথা বলে চিৎকার শুরু করেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর স্বজন শফিকুল ইসলামকে সন্দেহ করে তাকে আটকে রেখে মারধর করে।
নির্যাতিত শফিকুল ইসলাম বলেন, ‘মিথ্যা অপবাদ দিয়ে আমাকে বেধরক পেটানো হয়েছে। আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই।’
এ বিষয়ে ১ নম্বর পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্যাতিত ব্যক্তিকে উদ্ধার করে। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে মোবাইল চুরির যে অভিযোগ করেছে প্রাথমিকভাবে তা প্রমাণিত হয়নি। নির্যাতিত ব্যক্তি নির্যাতনের বিষয়ে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে তারা কথা বলতে রাজি হননি।
এদিকে, এ ঘটনার পর হাসপাতালে থাকা রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।