নাম প্রকাশ করতে সার্চ কমিটির প্রতি আহ্বান রিজভীর
নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করা নামের তালিকা জাতির সামনে প্রকাশ করতে সার্চ কমিটির প্রতি দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
আজ সোমবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এ দাবি জানান। তিনি আশা প্রকাশ করেন, দেশের বৃহত্তর স্বার্থে সার্চ কমিটি সৎ, যোগ্য ও নিরপেক্ষ লোকদের নামের তালিকাই রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করবে।
বিএনপি নেতা বলেন, ‘জাতি প্রত্যাশা করে, দলনিরপেক্ষ, সাহসী, দক্ষ ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের প্রস্তাব করবে অনুসন্ধান কমিটি। যাতে প্রভাবমুক্ত যেকোনো চাপকে অগ্রাহ্য করতে পারে, এ ধরনের শক্তিশালী, ঋজু, মেরুদণ্ডসম্পন্ন নির্বাচন কমিশন গঠনে সহায়ক হয়। একই সঙ্গে তাদের প্রস্তাবিত নামগুলো প্রকাশ করতে হবে, তাহলে বোঝা যাবে, অনুসন্ধান কমিটি ক্ষমতাসীনদের নির্দেশে কাজ করছে নাকি নিরপেক্ষভাবে কাজ করছে।’
রিজভী আহমেদ বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা ক্ষমতার জোরে প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে। অথচ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়ে তাঁকে হয়রানি করা হচ্ছে। তা ছাড়া গতকাল খুলনায় যুবদল নেতা নজরুলের হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ রাতে গুলশানে তাঁর রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে।