নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হচ্ছে : সাক্কু
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু অভিযোগ করেছেন, বিএনপির নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হচ্ছে। প্রচারের জন্য ব্যবহৃত গাড়ি ও মাইক ভাঙচুর করা হচ্ছে। এ ব্যাপারে আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের দায়ী করেন তিনি।
আজ রোববার স্বাধীনতা দিবসে মুরাদপুর ও চর্থা এলাকায় গণসংযোগ করেন তিনি। এরই এক ফাঁকে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মনিরুল হক সাক্কু অভিযোগ করেন, কুমিল্লা শহর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে নৌকা মার্কার পক্ষে গণসংযোগে অংশ নিচ্ছে। তিনি বলেন, ‘এ ব্যাপারে কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না।’
মনিরুল হক সাক্কু বলেন, ‘যুবলীগের সভাপতি ওমর ফারুক ৮৪টি গাড়ি নিয়ে কুমিল্লায় মহড়া দিয়েছেন। আমাদের গাড়ি ভাঙচুর করে মাইক নিয়ে যায়। ছাত্রলীগের কর্মীরা তা করে।’
এ ব্যাপারে অভিযোগ করেছেন কি না জানতে চাইলে মনিরুল হক বলেন, ‘সব অভিযোগ পর্যায়ক্রমে করেছি। কোনো অ্যাকশন নাই। অ্যাকশন নেওয়া হচ্ছে আমাদের বিরুদ্ধে। আমাদের লোককে হুমকি দেওয়া হচ্ছে।’
সাক্কু অভিযোগ করে বলেন, ‘৫নং ওয়ার্ডে বিএনপির এক সক্রিয় কর্মী রুমানকে আটক করে বিস্ফোরণ আইনে মামলার আসামি করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।’
এদিকে আজও মনিরুল হক সাক্কুর পক্ষে গণসংযোগে অংশ নিয়েছেন বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা। কুসিক নির্বাচন উপলক্ষে গঠিত মিডিয়া সেলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ রোববার সকাল থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, হাবিবুর রহমান হাবিব, ডা. ফরহাদ হালিম ডোনার, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ড. আসাদুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, সহসাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মোস্তাক মিয়া, আব্দুল আউয়াল খান, সদস্য মোস্তফা খান সফরী, সালাহউদ্দিন ভুইয়া শিশির, একরামুল হক বিপ্লব, হায়দার আলী খান লেলিন, আমিরুজ্জামান খান শিমুল,যুবদলের সিনিয়র সহসভাপতি মোরতাজুল করিম বাদরু প্রমুখ কেন্দ্রীয় নেতা কুমিল্লা মহানগরীর বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারাভিযানে অংশ নেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনী এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদেরকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ সকালে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী মনিরুল হক সাক্কুর বাসভবনে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় কালে এ আহ্বান জানান। নজরুল ইসলাম খান বলেন, ‘দুঃশাসনবিরোধী আন্দোলনের অংশ হিসেবে বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছে। ফ্যাসিবাদের কবল থেকে দেশ বাঁচাও-মানুষ বাঁচাও স্লোগান নিয়ে বিএনপি আন্দোলন করে যাচ্ছে। এই আন্দোলন দমন করতে গিয়ে সরকার বিএনপির শত শত নেতাকর্মীকে হত্যা, গুম করছে। লক্ষ লক্ষ নেতাকর্মীকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। এই আন্দোলনকে যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যেতে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আমাদের বিজয় সহায়ক ভূমিকা পালন করবে।’
সাক্কুর পক্ষে গণসংযোগে অংশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘ভয়কে জয় করে কুমিল্লার নেতাকর্মীরা যেভাবে নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নিচ্ছে তাতে বিএনপি প্রার্থীর বিজয় সুনিশ্চিত। আওয়ামী লীগ কুমিল্লার জনগণের সমর্থন না পেয়ে এখন নির্বাচনে কারচুপি, সন্ত্রাস করার পাঁয়তারা করছে।’ তিনি আরো বলেন, ‘সাক্কু নির্বাচিত হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দুঃশাসনবিরোধী আন্দোলন শক্তিশালী হবে। অন্যদিকে কুমিল্লার উন্নয়ন ত্বরান্বিত হবে।’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ও বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব আজ ১৮নং ওয়ার্ডেও বিভিন্ন স্থানে গণসংযোগ করে মনিরুল হক সাক্কুর জন্য ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনারের নেতৃত্বে কুচাইতলি, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, হাউজিং স্টেটসহ নগরীর বিভিন্ন এলাকায় বিএনপিদলীয় মেয়র পদপ্রার্থী মনিরুল হক সাক্কুর পক্ষে নির্বাচনী প্রচারণা চালান। এ সময় ডা. হারুন আল রশিদ, ডা. হেলাল উদ্দিন, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের জেলা সমন্বয়কারী ডা. মো. মাসুম হাসানসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা স্বতঃস্ফূর্ত ভাবে প্রচারণায় অংশ নেন। এর আগে ডা. ফরহাদ হালিম ডোনার বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের সমন্বয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে মনিরুল হক সাক্কুকে কুমিল্লা নগরীর অভিভাবক নির্বাচিত করার আহ্বান জানান।
বিএনপির বিশেষ সম্পাদক ড. আসদুজ্জামান রিপন কুমিল্লা মহানগরীর ৫ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মেয়র পদপ্রার্থী মনিরুল হক সাক্কুর পক্ষে ব্যাপক গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনীত মেয়র পদপ্রার্থী মনিরুল হক সাক্কুর বিজয় সুনিশ্চিত।’ তিনি আগামী ৩০ মার্চ নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে পবিত্র আমানত নিজের ভোট নিজেকে দেওয়ার অনুরোধ জানান। এ সময়ে প্রচারণায় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, সহসাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, সহতথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, নির্বাহী সদস্য সালাউদ্দিন ভূইয়া শিশির, হায়দার আলী লেলিন, স্থানীয় সাজ্জিকুর রহমান সাজ্জাদ, মোখলেছুর রহমান প্রমুখ নেতা অংশ নেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বোরহান উদ্দিন ও কেন্দ্রীয় বিএনপির আইনবিষয় সম্পাদক সানাউল্লাহ মিয়ার নেতৃত্বে ঢাকা থেকে আগত আইনজীবীদের একটি দল আজ রোববার মহানগরীর নিউমার্কেট, খন্দকার ম্যানশন, সাত্তার প্লাজা, বাহার মার্কেট, ভুইয়া ম্যানশনসহ বিভিন্ন মার্কেটে গণসংযোগ করে মনিরুল হক সাক্কুর পক্ষে ভোট চান। এ সময় মো মহসিন, মো শহিদউল্লাহ, মো জিয়াউদ্দিন জিয়া, সিমকি ইমাম খান, আমান উল্লাহ আমান, মো শরিফ উদ্দিন মামুন, শাহাদাত হোসেন আদিল সহ স্থানীয় নেতারা ধানের শীষ মার্কার প্রচারণায় অংশ নিয়ে মেয়র পদে মনিরুল হক সাক্কুর পক্ষে ভোট প্রার্থনা করেন।