যাদের গ্রহণযোগ্যতা নেই তাঁরা মনোনয়ন পাবেন না : কাদের
জনগণের কাছে যাদের গ্রহণযোগ্যতা নেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাঁরা আওয়ামী লীগের পক্ষ থেকে মনোয়ন পাবেন না, বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শনিবার সকালে কুমিল্লার পদুয়ার বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনকালে সেতুমন্ত্রী এই মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘মহাসড়কে চাঁদাবাজি হচ্ছে। এর সঙ্গে একটি সিন্ডিকেট জড়িত আছে। রাজনৈতিক, প্রশাসন ও পুলিশের লোকজনও চাঁদাবাজির সঙ্গে জড়িত আছে। সরকার এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।’
বিএনপি নেতা মওদুদ আহমেদের গুলশানের বাড়িতে উচ্ছেদ অভিযান প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘আইনমন্ত্রী যদি আদালতের রায় না মানেন, তাহলে দেশের মানুষ কি করে আইনের শাসন আশা করবে। বিএনপি ক্ষমতায় আসলে দেশে আইনের শাসন থাকবে, এটা কি করে বিশ্বাস করবে।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ, জেলা প্রশাসন, সড়ক ও জনপথের কর্মকর্তারা।