সঞ্চয়ের ওপর আবগারি শুল্ক অনৈতিক ও জুলুম : রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘স্বল্প ও নিম্ন আয়ের মানুষের ব্যাংকে সঞ্চয়ের ওপর আবগারি শুল্ক বসানো অনৈতিক ও ভয়াবহ জুলুম। এর কোনো আইনি ভিত্তিও নেই।’
আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, ‘ব্যাংকে আমানতকে উৎসাহিত করা হয়। স্বল্প-আয়ের মানুষের ব্যাংকে এক লক্ষ টাকা সঞ্চয় করা কি অনাকাঙ্ক্ষিত, অন্যায়? অর্থমন্ত্রীকে এর জবাব একদিন জনগণকে দিতে হবে। ব্যাংকে আবগারি শুল্ক আমানতে নিরুৎসাহিত করবে। এই সরকার যে গণবিরোধী দুর্বিনীত সরকার, পরাশ্রয়ী সরকার সেটি এই শুল্ক বসানোর মধ্য দিয়ে আবার প্রমাণ করল।’
বিএনপি নেতা বলেন, ‘প্রধানমন্ত্রীর ভাবমূর্তি বৃদ্ধি করতে গিয়ে অর্থমন্ত্রীকে বেকুব ও রাবিশে পরিণত করা হয়েছে। আওয়ামী লীগের বৈশিষ্ট্যই এ রকম। সরকারপ্রধানকে রক্ষা করার জন্য প্রয়োজনে নিজ দলের উচ্চপর্যায়ের যে কাউকে বলি দিতে এরা দ্বিধা করে না।’