সিদ্দিকুর আহত হওয়ার ঘটনায় সর্বোচ্চ গুরুত্ব : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের আহত হওয়ার ঘটনায় পুলিশের গাফিলতি আছে কি না তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী আরো বলেন, ‘ইতিমধ্যেই তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রতিবেদন সন্তোষজনক না হলে আরো একটি কমিটি গঠন করা হবে।
পুলিশের গাফিলতি আছে কি না তা অবশ্যই আমরা বের করব। এ ঘটনায় কোনো পুলিশ দায়ী হলে তাঁকে বিচারের আওতায় আনা হবে।’
এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন বলেন, শাহবাগ একটি গুরুত্বপূর্ণ এলাকা। চারদিক থেকে এখানে অনেক যানবাহন চলাচল করে। এখানে যাতে যানজট সৃষ্টি না হয়, মানুষের ভোগান্তি না হয় এ জন্য এই জায়গাটাকে যানজটমুক্ত রাখতে পুলিশের ওপর আগে থেকেই নির্দেশনা ছিল। এ সময় শিক্ষার্থী সিদ্দিকুর আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি।
মাদকদ্রব্যের বিষয়ে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘দেশে ৭০ ভাগ ইয়াবা আসে নাফ নদী দিয়ে। মাদকদ্রব্য প্রবেশের বিষয়ে আমরা ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আমাদের সীমান্তে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। মিয়ানমারের সঙ্গেও আমরা কথা বলব।’
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদকদ্রব্য ব্যবহার, পাচার ও বিক্রির বিষয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য বিদ্যমান আইন সংশোধন করা হচ্ছে। এই অপরাধে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হবে।