আমি যে চেয়ারে বসি সেখানে বৃষ্টির পানি পড়ে : প্রধান বিচারপতি
দেশ উন্নত হলেও মানের দিক থেকে দেশের বিচার বিভাগকে শূন্যে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
আজ শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট মিলনায়তনে বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নাজমুন আরা সুলতানাকে আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন প্রধান বিচারপতি।
সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘বিচার বিভাগের স্বার্থে কথা বলাকে নির্বাহী বিভাগ রাজনৈতিক বক্তব্য বলে মনে করলেও এসব বিষয়ে আমি কথা বলেই যাব। কোনোভাবেই ক্ষান্ত হব না।’
আইনমন্ত্রীকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেন, ‘মাননীয় মন্ত্রী আপনাকে বলছি, সুপ্রিম কোর্টের মূল ভবন ভঙ্গুর অবস্থায় রয়েছে। আমি যে চেয়ারে বসি সেখানে বৃষ্টির পানি পড়ে। নতুন একটা এনেক্স ভবন না করলে মাঠে বসে বিচারকাজ করতে হবে।'
বিচারপতি নাজমুন আরা সুলতানাকে দেশের নারী বিচারকদের পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, ‘পৃথিবীর যেকোনো দেশের চেয়ে আমাদের দেশে নারী বিচারকরা অগ্রগামী। আমি চেষ্টা করছি, মহিলা বিচারপতিদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দেওয়ার জন্য। সরকার এগিয়ে আসলেই হাইকোর্টে আরো মহিলা বিচারক নিয়োগ দেওয়া সম্ভব।’
বিশ্বের বেশির ভাগ দেশে মামলার অনুপাতে বিচারক নিয়োগ দেওয়া হলেও আমাদের দেশে তা হয় না বলে উল্লেখ করেন এস কে সিনহা।
প্রধান বিচারপতি বলেন, ‘আমি সরকারের কাছে আবেদন জানাই, আপিল বিভাগে আরো তিনজন বিচারপতি নিয়োগ দেওয়ার জন্য। আমাদের দেশে একটা রেওয়াজ আছে পলিটিক্যাল সরকার ক্ষমতায় এসে হাইকোর্ট বিভাগে ইচ্ছেমত বিচারপতি নিয়োগ দেয়। হাইকোর্টের বিচারপতিদের একটা নির্দিষ্ট সংখ্যা থাকতে হবে।’
এ সময় বিচার বিভাগ অকেজো হয়ে যাওয়ার আগে সর্বোচ্চ আদালতের বিভিন্ন শূন্য পদে বিচারক নিয়োগ এবং সার্বিক অবকাঠামো উন্নয়নে মনযোগী হতে সরকারের প্রতি আহ্বান জানান সুরেন্দ্র কুমার সিনহা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিচারপতি নাজমুন আরা সুলতানা এ দেশ এবং বিচার বিভাগের ইতিহাসের অংশ। তিনি এ দেশের বিচার বিভাগের অহংকার। তাঁকে অনুসরণ করে অনেক নারী এই পেশায় এসেছেন। আজ তাই দেশে ২৪ শতাংশ নারী বিচারক রয়েছেন।
এ সময় বিচারপতি নাজমুন আরা সুলতানা বলেন, বিচারিক জীবনে তিনি সবসময় ন্যায়বিচার করেছেন। কখনো ইচ্ছেকৃতভাবে কিংবা অবহেলায় ভুল বিচার করেননি।
নারী বিচারকদের উদ্দেশে বিচারপতি নাজমুন আরা সুলতানা বলেন, ‘প্রিয় নারী বিচারকরা মনে রাখবেন, বিচারকের জীবন মানেই ন্যায়বিচারের দায়িত্ব কাঁধে নেওয়া। আর এই দায়িত্ব পালন করা খুব কঠিন ও পরিশ্রমের।’
অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং নারী বিচারকরা উপস্থিত ছিলেন।