শপথ নিলেন চার মন্ত্রী-প্রতিমন্ত্রী
বছরের শুরুতেই মন্ত্রিসভায় রদবদল এলো। বাড়ল মন্ত্রিসভার পরিধি। পূর্ণমন্ত্রী হিসেবে তিনজন ও প্রতিমন্ত্রী হিসেবে একজন শপথ গ্রহণ করেছেন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে তাঁদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, লক্ষ্মীপুরের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, তথ্যপ্রযুক্তি (আইটি) বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার। প্রতিমন্ত্রী হয়েছেন রাজবাড়ীর সংসদ সদস্য কাজী কেরামত আলী।
তাঁদের মধ্যে প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন নারায়ণ চন্দ্র চন্দ। অন্য তিনজনের মধ্যে এ কে এম শাহজাহান কামাল ও কাজী কেরামত আলী সংসদ সদস্য।
টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় যুক্ত হলেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার।
এদিকে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ পূর্ণ মন্ত্রী হিসেবে একই মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। খুলনা-৫ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নারায়ণ চন্দ্র চন্দ। ২০১৪ সালে বর্তমান সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। গত মাসে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের মৃত্যুর পর থেকে মন্ত্রণালয়টিতে মন্ত্রীর পদ শূন্য রয়েছে।
টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিপরিষদে যুক্ত হয়েছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার। লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীও মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে যুক্ত হলেন। তবে তাঁদের দপ্তর এখনো চূড়ান্ত হয়নি।
মোস্তাফা জব্বার বর্তমানে দেশের তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতির দায়িত্ব পালন করছেন। লক্ষ্মীপুর-৩ আসন থেকে নির্বাচিত এ কে এম শাহজাহান কামাল বর্তমান সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য। কাজী কেরামত আলী রাজবাড়ী-১ আসন থেকে এবার নিয়ে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমান সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিরও অন্যতম সদস্য তিনি।
এছাড়া মন্ত্রিসভায় আরো কিছু রদবদলের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা। এ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, কাল বুধবার এ বিষয়ে জানানো হবে।
২০১৪ সালের ১২ জানুয়ারি ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন করে যাত্রা শুরু হয়েছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের। এর দেড় মাসের মাথায় মন্ত্রী হিসেবে এ এইচ মাহমুদ আলী ও প্রতিমন্ত্রী হিসেবে মোহাম্মদ নজরুল ইসলাম হিরু শপথ নেন।