গুলিস্তানে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু, চলবে ৩০ দিন
রাজধানীর গুলিস্তানে ফুটপাতে অবৈধ দোকানসহ সব স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। আগামী ৩০ দিন টানা এ অভিযান চলবে।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের নেতৃত্ব এ উচ্ছেদ অভিযান শুরু হয়। তিনি জানান, সদরঘাট পর্যন্ত ফুটপাতের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সিটি করপোরেশন কর্তৃপক্ষের সমন্বয়ে গুলিস্তানের গোলাপ শাহ মাজারের পশ্চিম পাশে শুরু হয় উচ্ছেদ অভিযান। এ সময় র্যাব সদস্যরাও অভিযানে সহায়তা করেন। গোলাপ শাহ মাজারের পশ্চিম পাশ থেকে সিটি করপোরেশনের বুলডোজার দিয়ে একে একে গুঁড়িয়ে দেওয়া হয় ফুটপাতে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো।
মেয়র সাঈদ খোকন বলেন, ‘৩০ দিনের কর্মসূচি নিয়েছি। কারণ আপনারা জানেন, আমি সকালে উচ্ছেদ করে যাই, বিকেলে আবার বসে যায়। আমি উচ্ছেদ করি, দুই ঘণ্টা পরে বসে যাই। এর সঙ্গে কিছু রাজনৈতিক নামধারী নেতা, পুলিশের অসাধু কর্মকর্তা সম্পূর্ণভাবে জড়িত। আমি হকারদের বলেছি, এক পয়সাও কেউ চাঁদা দেবে না। রাস্তা দখল করতে দেব না।’
তবে দোকান মালিকরা অভিযোগ করেন, তাঁদের পূর্বঘোষণা না দিয়ে অতর্কিতে এ অভিযান চালানো হয়েছে।