পুনর্ভোটেও দুই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত
নরসিংদীর মাধবদী ও নোয়াখালীর চৌমুহনী পৌরসভার স্থগিত হওয়া দুটি কেন্দ্রের ভোটগ্রহণ আবারও স্থগিত করা হয়েছে। জাল ভোট ও অনিয়মের কারণে এ সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
আজ মঙ্গলবার বিকেল ৪টার পর নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ এসব তথ্য জানান। তবে তিনি বলেন, ‘দুটি কেন্দ্র ছাড়া বাকিগুলোয় সুন্দরভাবে ভোটগ্রহণ হয়েছে।’
গত ৩০ ডিসেম্বর সারা দেশে ২৩৪টি পৌরসভায় ভোটগ্রহণ হয়। সেদিন বিভিন্ন অনিয়মের অভিযোগে ২০ পৌরসভার ৫১টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। এসব কেন্দ্রে সাতটি মেয়র পদ ও ৭২টি সাধারণ-সংরক্ষিত কাউন্সিলর পদ রয়েছে। আজ এসব কেন্দ্রের ভোটগ্রহণ করা হয়।