তিন সিটি নির্বাচনে লড়বে বিএনপি
শত নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমদ জানিয়েছেন, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন বয়কট করবে না বিএনপি। তিনি বলেছেন, ‘নির্বাচন বয়কট করার প্রশ্নই আসে না।’
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, শত নাগরিক কমিটির সাত সদস্যের একটি দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গুলশানে তাঁর রাজনৈতিক কার্যালয়ে দেখা করে। মঙ্গলবার রাত পৌনে ৮টায় অধ্যাপক এমাজউদ্দীনের নেতৃত্বে তাঁরা চেয়ারপারসনের সঙ্গে বৈঠক শুরু করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের কথা জানান অধ্যাপক এমাজউদ্দীন আহমদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, ‘আমরা চাই, নির্বাচন কমিশন একটি গ্রহণযোগ্য পরিবেশ গড়ে তুলুক, যাতে করে সব প্রার্থী তাঁদের ভোটারের কাছে যেতে পারেন এবং ভোটাররাও যেন তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন।’ তিনি আরো বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হলে এবং গ্রহণযোগ্য পরিবেশ নিশ্চিত করতে না পারলে ভোটাররা নির্বাচন কমিশনকে ঘৃণা করবে।’
এমাজউদ্দীন আহমদ আরো জানান, তিনি আশা করছেন, নির্বাচন কমিশন তিন সিটি করপোরেশন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে, যেন সব প্রার্থী নির্বাচন করার সমান সুযোগ লাভ করে।
কোনো প্রার্থীকে আটক করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্বাচন কমিশনের অনুমতির প্রয়োজন নেই—এ সংক্রান্ত নির্বাচন কমিশনের বক্তব্যের ব্যাপারে এমাজউদ্দীনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রয়োজন হলে বিএনপি আইনগত পদক্ষেপ নেবে।’ তবে সবকিছু আইন অনুযায়ী হবে বলেই তিনি আশা করছেন বলে জানিয়েছেন।
এ সময় অধ্যাপক এমাজউদ্দীনের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক মাহবুব উল্লাহ, অধ্যাপক সুকমল বড়ুয়া, জ্যেষ্ঠ সাংবাদিক মাহফুজ উল্লাহ, প্রকৌশলী আ ন হ আখতার হোসেন, আইনজীবী ফাহিমা নাসরিন মুন্নি।
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অংশ নিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুসহ একাধিক নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে, চট্টগ্রামে মেয়র পদে আবারো মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী বর্তমান মেয়র এম মনজুর আলম।