ব্যক্তিবিশেষকে ছাড় নয়: নির্বাচন কমিশন
তিনটি সিটি নির্বাচনে আচরিণবিধি লঙ্ঘন হলে কোনো ব্যক্তি বিশেষকে ছাড় দেওয়া হবে না। সবার প্রতি সমান দৃষ্টি দেওয়ার জন্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (নিক)। আজ সোমবার দুপুরে শেরে বাংলানগরে নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সাংবাদিকদের এ তথ্য জানান।
নির্বাচন কমিশনার বলেন, আচরণবিধি মেনে প্রচারণায় অংশ নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশও দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে কোনো ব্যক্তি বিশেষের জন্য ছাড় নয়, বরং সবার প্রতি সমান খেয়াল রাখা হবে।
চট্টগ্রাম সিটির একটি অভিজাত হোটেলে নিয়মবহির্ভূতভাবে নির্বাচনী কৌশল নির্ধারণে বৈঠক করায় তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে নির্দেশনা চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন রিটানিং কর্মকর্তা আবদুল বাতেন।
এ বিষয়ে মো. শাহনেওয়াজ বলেন, সুন্দরভাবে রিটার্নিং কর্মকর্তারা এ পর্যন্ত ব্যবস্থা নিয়েছেন। কোনো ব্যক্তিবিশেষের প্রতি খেয়াল না রেখে যারা আচরণবিধি লঙ্ঘন করছে তাদের সবার প্রতি খেয়াল রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে শাহনেওয়াজ বলেন, ‘আচরণবিধি অনুসারে মাইকিংয়ের একটা সময়সীমা রাখা হয়েছে। যেহেতু এসএইচসির পরীক্ষার মধ্যে নির্বাচন করছি, সব মিলিয়ে পরীক্ষার্থীদের যাতে কম ক্ষতি হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’
মো. শাহনেওয়াজ আরো জানান, আগামী ১১ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রার্থীদের সঙ্গে ইসি বৈঠক করবেন। এ ছাড়া ১২ এপ্রিল উত্তর সিটি ও ১৩ এপ্রিল দক্ষিণ সিটির প্রার্থীদের সঙ্গে ইসি বসবে। বৈঠকে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন মেনে চলতে নির্দেশ ও অনুরোধ করা হবে। এদিন সবার মতামত নেওয়া হবে।
এদিকে আচরণবিধি প্রতিপালনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তারা।
উত্তরের রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম বলেন, প্রার্থীদের অবশ্যই আচরণবিধি মেনে চলতে হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। যেখানে বিধিলঙ্ঘন হবে, সেখানে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত গিয়ে ব্যবস্থা নেবেন।
দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ বলেন, কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে ইসি কাউকে ছাড় দিচ্ছে না। এরই মধ্যে ১৭ জন বৈধ প্রার্থীকে আর্থিক জরিমানা করা হয়েছে। এ ছাড়া ২৫ জনকে বিধি লঙ্ঘনের কারণ মৌখিকভাবে জানাতে বলা হয়েছে।
প্রসঙ্গত, আজ মধ্যরাত থেকে প্রচারণার সুযোগ পাচ্ছেন ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা। তবে ১০ এপ্রিল প্রতীক পেয়েই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। এই তিন সিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল।