বাতিল হতে পারে মিন্টুর ছেলের প্রার্থিতাও
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়ালের মনোনয়নপত্র বাতিল চেয়ে আপিল করেছে সোনালী ব্যাংক। শনিবার বিভাগীয় কমিশনারের কাছে এ ব্যাপারে আবেদন করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
ঋণখেলাপির অভিযোগ এনে এ আবেদন করা হয়েছে। আজ সোমবার বিষয়টি জানা যায়। আগামীকাল মঙ্গলবার বিকেলে এ আপিল আবেদনের শুনানি হবে বলে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় জানিয়েছে।
বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, ‘শনিবার তাবিথ আউয়ালের মনোনয়নপত্র বাতিল চেয়ে আপিল আবেদন করে সোনালী ব্যাংক।’
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে তাবিথ আউয়ালের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। আর তাঁর বাবা আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র অবৈধ ঘোষিত হয়েছিল। মিন্টু আপিল আবেদন করলে ঢাকা বিভাগীয় কমিশনার ও হাইকোর্ট রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখে।
এখন পর্যন্ত তাবিথ আউয়াল একমাত্র প্রার্থী, যার মনোনয়নপত্র বাতিল চেয়ে আবেদন করা হয়েছে।
শহীদুল ইসলাম আরো জানান, গত শনিবার ২২ জন, বোরবার ৪৭ জন এবং আজ সোমবার ৫৩ জনের আপিল আবেদনের শুনানি হয়েছে। এর মধ্যে এক মেয়র পদপ্রার্থী তাঁর প্রার্থিতা ফিরে পেয়েছেন। রেজাউল করিম চৌধুরী নামের ঢাকা দক্ষিণ সিটির ওই পদপ্রার্থীর মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা বাতিল করেছিলেন।
এ ছাড়া আবদুল আউয়াল মিন্টু, মো. নাইম হাসান, নাসির উদ্দিন আহম্মেদ পিন্টু, বাবুল সরদার চাখারীর মনোনয়নপত্রের বৈধতা চেয়ে আপিল আবেদন খারিজ করে দেন আপিল কর্তৃপক্ষ। এ পর্যন্ত প্রায় দুই ডজন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্রের বৈধতা ফিরে পান।
আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণের নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার আপিল আবেদন শুনানির শেষ দিন। এদিন রাতেই মোট বৈধ প্রার্থীর সংখ্যা জানা যাবে। এরপর বৈধ প্রার্থীরা ৯ এপ্রিল পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। ১০ এপ্রিল প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন।