রোববার-সোমবার ঢাকার প্রার্থীদের সঙ্গে বসবেন সিইসি
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। আজ শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শেষে উত্তর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম এ তথ্য জানান।
রিটার্নিং কর্মকর্তা বলেন, আগামী রোববার বেলা ১১টায় খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে ঢাকা উত্তরের মেয়র প্রার্থী, ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোরশেদ মহানগর নাট্যমঞ্চে জানান, আগামী সোমবার একই সময় ও স্থানে ঢাকা দক্ষিণের মেয়র, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে ইসির মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় সিইসিসহ চার নির্বাচন কমিশনার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশনের নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।