মনোনয়নপত্রের বৈধতা দিলেন হাইকোর্ট
ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের ১৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের প্রার্থী সুমাইয়া বেগমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। নির্বাচন-সংক্রান্ত আপিলের ট্রাইব্যুনালে রায়ের বিরুদ্ধে দায়ের করা রিটের চূড়ান্ত শুনানি শেষে আজ রোববার সকালে এ আদেশ দেন আদালত। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়।
একই সঙ্গে নিয়মবহির্ভূতভাবে প্রার্থিতা বাতিল করায় আপিলের ট্রাইব্যুনালের চেয়ারম্যান জিল্লার রহমান আদালতে এসে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় এ মামলা থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ সময় কমিশনার প্রার্থী সুমাইয়া বেগমের পক্ষে আদালতে শুনানিতে অংশ নেন ড. মো. শাহজাহান। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।
এর আগে গত ১ এপ্রিল হলফনামায় সই না করায় সুমাইয়া বেগমের প্রার্থিতা অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে ৪ এপ্রিল নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রাখেন আপিলের ট্রাইব্যুনাল।
হলফনামা সই না করার শর্তেও অনেক প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করলেও সুমাইয়া বেগমের প্রার্থিতা অবৈধ ঘোষণা করেন আপিলের ট্রাইব্যুনাল। পরে এর বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করা হলে ৯ এপ্রিল, বৃহস্পতিবার আদালত সুমাইয়া বেগমের প্রার্থিতা কেন বৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেন। একই সঙ্গে জিল্লার রহমানকে হাইকোর্টে তলব করেন।
আজ চূড়ান্ত শুনানি শেষে আদালত সুমাইয়া বেগমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।