সাঈদ খোকনের ইশতেহার, যানজট নিরসনে অগ্রাধিকার
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী সাঈদ খোকন তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। আজ রোববার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সহস্র নাগরিক কমিটির ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করেন তিনি।
ইশতেহারে ঢাকার যানজট নিরসন, গ্যাস-পানি-বিদ্যুৎসেবা নিশ্চিত করা, দূষণমুক্ত বুড়িগঙ্গাসহ পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেন ঢাকার প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের ছেলে।
এ সময় সাবেক খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, সহস্র নাগরিক কমিটির আহ্বায়ক লেখক শামসুল হক ও আওয়ামী লীগ নেতা মৃণাল কান্তি দাশ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন নির্বাচনী প্রতীক হিসেবে পেয়েছেন ইলিশ মাছ। গত শুক্রবার গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে দক্ষিণের রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর আগে গত ২৪ মার্চ একই কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন সাঈদ খোকন।
আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।