কমিশনের কাছে সমান সুযোগ চাইলেন উত্তরের প্রার্থীরা
আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) রাখার জন্য অনুরোধ জানিয়েছেন প্রার্থীরা। আজ রোববার দুপুরে রাজধানীর খামারবাড়ী কৃষিবিদ ইনস্টিটিউটে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীনের সাথে মতবিনিময় সভায় তাঁরা এ অনুরোধ করেন।
টেবিল ঘড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক ভোটারদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাঁদের নির্বিঘ্ন ভোট প্রদানের ব্যবস্থা করার জন্য অনুরোধ জানান। একই সঙ্গে তিনি নির্বাচনে সবার জন্য সমান লেভেল প্লেয়িং ফিল্ড চান।
জামান ভূঁইয়া টেবিল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তিনিও নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড রাখার দাবি জানান।
বাস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল তাঁদের নেতা-কর্মীদের যাঁদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাঁদের অগ্রিম জামিনের ব্যবস্থা করার জন্য অনুরোধ জানান। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারের ও তাগিদ দেন।
সিপিবি সমর্থিত প্রার্থী আবদুল্লাহ আল কাফি রতন বলেন, ‘আমরা নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড চাই। পুলিশ যেন কোনো প্রার্থীকে বিনা কারণে হয়রানি করে।’
নির্বাচনে কালো টাকা ও পেশিশক্তির ব্যবহার বন্ধ করার আহ্বান জানান রতন। তিনি হাতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মাহী বি চৌধুরী ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে প্রার্থীদের যে খরচের কথা বলা হয়েছে, তা পর্যক্ষেণের জন্য প্রত্যেক ওয়ার্ডে নির্বাচন কমিশনের কমিটি গঠন করা দরকার। নির্বাচন যেন বৃত্তবানদের অর্থের লড়াই না হয়।
কাজী মোহাম্মদ শহীদুল্লাহ ইলিশ মাছ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তিনি সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য সেনাসদস্য মোতায়েনের জন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানান।
কমলালেবু প্রতীকের শেখ মো. ফজলুল বারী মাসুদ ও নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করার পক্ষে মত দেন।
ময়ূর প্রতীকের জাসদ সমর্থিত প্রার্থী অভিনেতা নাদের চৌধুরী নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড চান।
গণসংহতি আন্দোলন সমর্থিত প্রার্থী জোনায়েদ সাকি টেলিস্কোপ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি নির্বাচন কমিশনের সীমিত ক্ষমতার সম্পূর্ণ ব্যবহার করার জন্য আশা ব্যক্ত করেন।
এ ছাড়া মেয়র পদপ্রার্থী আনিসুজ্জামান খোকন (ডিস এন্টেনা), এ ওয়াই এম কামরুল ইসলাম (ক্রিকেট ব্যাট), শেখ শহিদুজ্জামান (দিয়াশলাই), শামসুল আলম চৌধুরী (চিতাবাঘ), চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী (লাউ), মোয়াজ্জেম হোসেন খান মজলিসও (ফ্লাক্স) সবার জন্য সমান সুযোগের পক্ষে মত দেন।
নির্বাচন কমিশনের সচিব মো. সিরাজুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, মোহাম্মদ আবু হাফিজ, ব্রি. জে. (অব.) মো. জাবেদ আলী, মো. শাহ নেওয়াজ, অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান, যুগ্ম সচিব জেসমিন টুলী, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া প্রমুখ।