সন্ত্রাস মোকাবিলায় অংশীদার হতে চায় যুক্তরাষ্ট্র
বাংলাদেশের সন্ত্রাস দমনে সক্ষমতা তৈরিতে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ সহায়তার প্রস্তাব দিয়েছেন সফররত দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। পাশাপাশি সন্ত্রাস দমনের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে থাকার দৃঢ় অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন নিশা দেশাই। এ সময় দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী মনপ্রিত আনন্দ এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের মার্কিন এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সন্ত্রাস দমনের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। সন্ত্রাসীদের জয়ী হতে না দেওয়ার প্রতিজ্ঞায় আমরা অটল। আমাদের কাছে গোয়েন্দা নজরদারি, তথ্য, প্রশিক্ষণ ও সক্ষমতা রয়েছে, যা দিয়ে আমরা সমাজে সন্ত্রাস সৃষ্টিকারীদের পরাজিত করতে পারি। যুক্তরাষ্ট্রসহ অন্য যাদের এ সম্পর্কিত অভিজ্ঞতা আছে, তাদের কাছ থেকে সহযোগিতা নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে উদার হতে হবে। সন্ত্রাস মোকাবিলায় বাংলাদেশের অংশীদার হতে চাই আমরা।’
বাংলাদেশে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় ভুক্তভোগীদের প্রতি সমবেদনা জানান নিশা। তিনি বলেন, ‘বাংলাদেশি জনগণের সঙ্গে আমরাও শোকাহত। বাংলাদেশের প্রতি আমাদের সমর্থন ও সহযোগিতা সব সময়ের মতোই অটুট থাকবে।’
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরন্তর প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে নিশা বলেন, ‘সন্ত্রাসবাদ মোকাবিলায় আমাদের সহায়তা আমরা অব্যাহত রাখব, এ এক বৈশ্বিক হুমকি যা আমাদের দুই দেশকেই মোকাবিলা করতে হচ্ছে।’
নিশার সহযোগিতার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রয়োজনীয়তা যাচাই করে সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহযোগিতা নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। তিনি বলেন, ‘তিনি বলে গিয়েছেন যে পসিবল যত ধরনের হেল্প তাঁরা আমাদের করবেন, টু ফাইট এগেইনেস্ট টেরোরিস্ট। যে সহযোগিতা আমরা চাইব, সেই ধরনের সহযোগিতা তাঁরা করবেন। এখন আমরা আমাদের নিড অ্যাসেসমেন্ট করে তাঁদের সহযোগিতা চাইব।’
এর আগে সকালে নিশা দেশাই বিসওয়াল জঙ্গি হামলার ঘটনাস্থল গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁ পরিদর্শন করেন। পরে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেন।
দুদিনের সফর শেষে আগামীকাল মঙ্গলবার নিশা দেশাইয়ের ঢাকা ছাড়ার কথা রয়েছে।