জানালেন শুভেচ্ছা, চাইলেন ভোট
পয়লা বৈশাখে নগরবাসীকে শুভেচ্ছা জানিয়ে ভোট চেয়েছেন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীরা। আজ মঙ্গলবার সকাল থেকেই ঢাকা উত্তর ও দক্ষিণের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছেন তাঁরা।
দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন সকাল ৭টা থেকে রমনার বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে যোগ দিয়ে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বাঙালির ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের জন্য সবার কাছে সমর্থন চান। এর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন তিনি।
এদিকে, বনানী ও উত্তরার বিভিন্ন জায়গায় নিজের পক্ষে ভোট চান ঢাকা উত্তরের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক। উত্তরার ৩ নম্বর সেক্টরের একটি মেলায় অংশ নিয়ে নিজের পক্ষে ভোট চান তিনি।
অনুষ্ঠান শেষে আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘ঢাকার উত্তরে আমাদের আসলে পার্ক কম, এগুলো (অনুষ্ঠান) হচ্ছে বিশেষ করে স্কুলের মাঠে। আমাদের প্ল্যান আছে, ঢাকার উত্তরে বড় করে কোনো পার্ক যায় কি না; প্রতিটি ওয়ার্ডে বড় বড় করে পার্ক করা যায় কি না। আমার মনে হয়, ইশতেহারেও এটা এনেছি। দূরে হয়তো হবে, কিন্তু সাধারণ মানুষ যাতে যেতে পারে, শিশুরা যাতে যেতে পারে, মায়েরা যাতে যেতে পারেন এমন পার্কের প্রয়োজন আছে। বিশেষ করে আজকে পয়লা বৈশাখে এসে এটা উপলব্ধি হচ্ছে। সুতরাং এটা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করব।
আমাদের মেনিফেস্টোতে এটা রেখেছি, উত্তরকে গড়তে হবে, উত্তরে বড় পার্ক করতে হবে। উত্তরে বড় ডে-কেয়ার সেন্টার, হেলথ কেয়ার সেন্টার করতে হবে। সব মিলিয়ে দীর্ঘ, স্বল্প ও মধ্য মেয়াদে অনেক প্রকল্পের পরিকল্পনা করছি।’
নির্বাচন নিয়ে আনিসুল বলেন, ‘চারদিকে উচ্ছ্বাসের তুফান লেগেছে। প্রত্যেকের চোখে আনন্দ, অনেক দিন পর ভোট দিতে যাচ্ছে। বিশেষ করে সব দল থেকে প্রার্থী এসেছে। এখন নাগরিকরা ভাবছেন যে, তাঁদের পছন্দমতো সবচেয়ে ভালো মেয়র যিনি হবেন, ভালো যিনি করতে পারবেন; ওই ধরনের এক্সপেরিয়েন্স (অভিজ্ঞতা) যাঁদের আছে—তাঁদের তাঁরা খুঁজছেন। দেখবেন, ঢাকার মানুষ একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে।’