দু-একদিনের মধ্যে সেনা মোতায়েনের সিদ্ধান্ত : সিইসি
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। আজ রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলনকক্ষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
রকিবউদ্দীন আহমদ বলেন, ‘ঝড়ের আগে পরিবেশ থমথমে থাকে। তারপরও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্কভাবে কাজ করতে বলা হয়েছে। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না, তা দু-একদিনের মধ্যে আমরা সিদ্ধান্ত নেব।’
নির্বাচনে কেউ বল প্রয়োগ করলে, তার বিরুদ্ধে দ্বিগুণ বল প্রয়োগ করা হবে। সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে, যাতে ভোটাররা তাঁদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারেন। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অনেক অভিযোগ আছে। এ ছাড়া প্রতিদিন রিটার্নিং অফিসাররা তথ্য দিচ্ছেন। তাঁরা জরিমানা করছেন। আপনারা সঠিক তথ্য জাতির সামনে তুলে ধরবেন,’ যোগ করেন সিইসি।
কাজী রকিব বলেন, ‘আজকে সমস্ত বাহিনীর মতামত শুনলাম। কমিশন বৈঠকে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব কোন বাহিনীর কতজন সদস্য মোতায়েন করা হবে।’
ব্রিফিংয়ের সময় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দুই দল সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচার চালাচ্ছেন বলে আওয়ামী লীগ নেতাদের অভিযোগ সিইসির কাছে তুলে ধরেন কয়েকজন সাংবাদিক। জবাবে সিইসি বলেন, ‘আচরণবিধিতে স্পষ্ট বলা আছে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা সরকারি সুযোগ-সুবিধা ভোগ করে এই লেভেলের তাঁরা কোনো প্রার্থীর পক্ষে ভোট চাইতে পারবেন না। যদি এর মধ্যে তাঁরা (খালেদা জিয়া ও এরশাদ) থাকেন, তাহলে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। আর যদি না পড়েন, তাহলে হচ্ছে না।’