সচিবের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তাবিথের
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকারের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল। তিনি অভিযোগ করেছেন, সম্প্রতি এক সভায় সচিব এম এ কাদের সরকার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
আজ বুধবার রিটার্নিং কর্মকর্তার কাছে এ-সংক্রান্ত একটি লিখিত অভিযোগ করেছেন তাবিথ। অভিযোগে বলা হয়, ‘সম্প্রতি সমবায় অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় এম এ কাদের সরকার বলেছেন, সরকারের ধারাবাহিকতা না থাকলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। আওয়ামী লীগ দ্বিতীয় মেয়াদে সরকার পরিচালনার সুযোগ পাওয়ার কারণে পূর্বের অসম্পূর্ণ কাজ চালিয়ে যেতে পারছে। আর ঢাকা শহরের চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে হলে নগর সংস্থার প্রতিনিধিরাও একই চিন্তার অধিকারী হওয়া দরকার।’
ওই সচিবের উদ্ধৃতি দিয়ে অভিযোগে বলা হয়, ‘সচিব এম এ কাদের বলেছেন, ‘রাজধানীতে সরকারের অনেক উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। এখন সিটি করপোরেশন নির্বাচন শুরু হয়েছে।
এমন কাউকে ভোট দেবেন না, যাতে আপনারা উন্নয়ন থেকে বঞ্চিত হন। অন্য সিটি করপোরেশন যারা এই ভুল করেছেন তাদের এখন খেসারত দিতে হচ্ছে।’
এ ছাড়া বিভিন্ন সমবায় সমিতির নেতারাও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোট চেয়েছেন বলে অভিযোগ করেছেন তাবিথ।