ভোট ডাকাতি রোধে সেনাবাহিনী চাই : আফরোজা আব্বাস
সিটি করপোরেশন নির্বাচনে সরকার ভোট ডাকাতির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। তিনি বলেন, ‘আমরা আশঙ্কা করছি যে সরকার ভোট ডাকাতি করবে।’
urgentPhoto
আজ শুক্রবার সকালে রাজধানীর হাজারীবাগ এলাকায় মির্জা আব্বাসের পক্ষে নির্বাচনী গণসংযোগ করার সময় আফরোজা আব্বাস এ কথা বলেন। তিনি আজ হাজারীবাগ এলাকা থেকে গণসংযোগ শুরু করেন।
সেনাবাহিনী মোতায়েন নিয়ে আফরোজা আব্বাস সাংবাদিকদের বলেন, ‘কেউ ভোট ডাকাতি করুক সে সুযোগ আমরা দিতে চাই না। সেজন্য আমরা বারবার সেনাবাহিনীর কথা বলেছি। কিন্তু সেনাবাহিনী তাঁরা দেবে না। আমরা সিসি ক্যামেরার কথা বলেছি। কিন্তু দেবে না।’
আফরোজা আব্বাস শুরু থেকে ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা ও প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়ে আসছেন। তবে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি ব্যয়বহুল। আর সেনাবাহিনী নির্বাচন চলাকালে ক্যান্টনমেন্টে অবস্থান করবে। রিটার্নিং কর্মকর্তা খবর দিলে তারা বের হবে।