পরাজিত শক্তিই নাশকতা চালাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচারও প্রায় শেষের দিকে। ঠিক তখনই ৭১-এর পরাজিত শক্তি বিভিন্ন জঙ্গি সংগঠনের নাম দিয়ে দেশে নাশকতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আজ রোববার সকালে নাটোর সদর থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে থানা চত্বরে সুধী সমাবেশে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
জনতা ও পুলিশ বাহিনী মিলে যখন সব কিছুই একের পর এক দমন করার চেষ্টা করছিল ঠিক সেই সময় আইএস নামে অদ্ভুত কর্মকাণ্ড শুরু হয়েছে জানিয়ে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘ খুনি সেই তারাই যারা নাকি স্বাধীনতার বিরোধী। আমরা বলছি, ২১ আগস্ট যারা বোমাবাজি করে প্রধানমন্ত্রীকে হত্যার প্রচেষ্টা চালায়, সারা বাংলাদেশে রাজনৈতিক নেতা হত্যা শুরু হয়েছে, এ সবই এক সূত্রে গাঁথা।’
নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারের সভাপতিত্বে সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও আবুল কালাম আজাদ এবং রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) খুরশিদ হোসেন উপস্থিত ছিলেন।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী নাটোর পুরাতন বাসস্ট্যন্ডে সদর থানা আওয়ামী লীগ আয়োজিত জঙ্গিবাদবিরোধী সমাবেশে যোগ দেন।