জজ আদালতেও হাসনাতের জামিন নাকচ
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমের জামিন নাকচ করে দিয়েছেন আদালত।
আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। এর আগে হাসনাতের আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন।
গত ২ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশান এলাকা থেকে হাসনাত করিমকে ৫৪ ধারায় আটক করে পুলিশ। পরে তাঁকে আটদিনের রিমান্ডে পাঠান আদালত।
সেই রিমান্ড শেষ হলে গত ১৩ আগস্ট গুলশান হামলার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হাসনাতকে গ্রেপ্তার দেখিয়ে আটদিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে হাসনাতকে সিএমএম আদালতে হাজির করা হলে তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন।
আদালত সেই জামিন নাকচ করেন। পরে হাসনাতের আইনজীবী ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন। সেই জামিনের শুনানি আজ হয়েছে।
নথি থেকে জানা যায়, গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। হামলা প্রতিরোধ করতে গিয়ে দুই পুলিশ সদস্য নিহত হন। পরদিন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়।
এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।