বাঁচার জন্য আমাদের সব বাধা অতিক্রম করতে হবে : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এখন আর ভয় দেখিয়ে লাভ নেই। ভয় করেও লাভ নেই। অস্তিত্ব রক্ষা ও বাঁচার জন্য সব বাধা অতিক্রম করে আমাদের বেরিয়ে আসতে হবে।’
আজ বুধবার (৩১ মে) জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বিবার্ষিক সভার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশে এখন স্বাধীন সাংবাদিকতা বলতে কিছু নেই। এতদিন যে একটা কথা বলছি–সে কথা কাজে লাগেনি তাই নয়, কথা কাজে লেগেছে। অবশেষে একটা জায়গায় আসা গেছে। আগে আমরা যারা ভুক্তভোগী ছিলাম, তারাই শুধু চিৎকার করতাম। সাংবাদিকরা অনেক ভুক্তভোগী। তাদের কিছু লেখা ছাপা হতো, কিছু লেখা ছাপা হতো না।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকে তবে দেশের মানুষ তার মত প্রকাশ করতে পারবে না। এরা থাকলে জনগণ ভোটের অধিকার ফিরে পাবে না, ভোট দিতে পারবে না। এটা শুধু আমার কথা না। এটা প্রত্যেকের কথা হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সরকারের অধীনে কখনোই নির্বাচন গ্রহণযোগ্য ও সুষ্ঠু হবে না।’
মির্জা ফখরুল বলেন, ‘ভয় করেও লাভ নেই। অস্তিত্বের কারণে, বাঁচার কারণে এখন আমাদের বেরিয়ে আসতে হবে। ভয়কে জয় করে, এদেরকে পরাজিত করতে হবে। দেশি সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। যেখানে সাংবাদিক লিখতে পারবে। ডিজিটাল নিরাপত্তা আইন থাকবে না। যেখানে মিথ্যা মামলা দিয়ে আপনাদেরকে আটক করা হবে না।’
ডিইউজের সভাপতি কাদের গণি চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন—জামায়াত নেতা আব্দুল হালিম, বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমীন গাজী, সাংবাদিক নেতা আব্দুল হাই শিকদার, শাহ নেওয়াজ আলী, এম এ আজিজ, কামাল উদ্দিন সবুজ, সৈয়দ আবদাল আহমেদ, এম আব্দুলাহ, শহিদুল ইসলাম প্রমুখ।