জামালপুরে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক আহত
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় তিনি মাথায় ও চোখে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ সরকারি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সাংবাদিক নাদিমকে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলেও রাতেই তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। তবে, নাদিমের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় আজ বৃহস্পতিবার সকালে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়েছে।
স্থানীয় সাংবাদিক লালন বলেন, ‘পেশাগত কাজ শেষে রাতে বাড়ি ফিরছিলেন সাংবাদিক নাদিম। পথিমধ্যে নাদিমকে দুর্বৃত্তরা পিটিয়ে গুরুতর আহত ও অজ্ঞান করে টেনে হিঁচড়ে নির্জন স্থানে ফেলে রাখে যায়। খবর পেয়ে পথচারীদের সহায়তায় উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।’
আহত নাদিমের স্ত্রী মনিরা বেগম বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে এসে দেখি আমার স্বামী অজ্ঞান হয়ে আছেন। ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের বিচার চাই।’
বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহীন আল আমিন বলেন, ‘অসৎ উদ্দেশ্যে সাংবাদিক নাদিমকে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দুষ্কৃতকারীদের শাস্তির দাবি জানাচ্ছি।’
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। হাসপাতালে তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। সিসি ক্যামেরা দেখে ঘটনায় জড়িত রেজাউল নামে একজনকে চিহ্নিত করা হয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। বাকিদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’