বিএনপি-আ.লীগের তিন সহযোগী সংগঠনকে ২৩ শর্তে সমাবেশের অনুমতি
আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠনের শান্তি সমাবেশ ও বিএনপিকে ২৩টি শর্তে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেল ৪টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক একথা বলেন। একইসঙ্গে আজ সমাবেশ না করার জন্য দুই দলে ধন্যবাদ জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ‘বিএনপি এবং আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠনের মোট ২৩টি শর্তে সমাবেশ করার অনুমতি দেওয়া হলো।’ তিনি আরও বলেন, ‘তাদের চাওয়া মতো নির্ধারিত স্থানেই সমাবেশ করতে দেওয়ার ব্যাপারে আমরা একমত হয়েছি।’
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‘আশুরার চ্যালেঞ্জ শর্তেও রাজনৈতিক দলগুলো তাদের সমাবেশ করার যে অনুমতি চেয়েছে; আমরা তাদের রাজনৈতিক কর্মসূচির প্রতি সম্মান প্রদর্শন করে আগামীকাল দুটি দলকেই তাদের রাজনৈতিক সমাবেশ করতে দেওয়ার অনুমতি সিদ্ধান্ত গ্রহণ করেছি। বিএনপি তাদের পার্টি অফিসের সামনে সমাবেশ করার অনুমতি চেয়েছে এবং আওয়ামী লীগ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাোবেশের অনুমতি চেয়েছে। আমরা দুই দলকেই মোট ২৩টি শর্তে তাদের অবেদনকৃত জায়গায় সমাবেশ করার অনুমতি দিচ্ছি।’
খন্দকার গোলাম ফারুক আরও বলেন, ‘আমরা আওয়ামী লীগ ও বিএনপির জন্য সীমানা নির্ধরাণ করে দিয়েছি। সমাবেশ করার জন্য বিএনপিকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে রাজারবাগ পুলিশ হাসপাতাল পর্যন্ত সভা-সমাবেশ ও মাইকের ব্যবহার সীমাবদ্ধ রাখতে হবে। একইসঙ্গে আওয়ামী লীগের সমাবেশ ও মাইকিং মহানগর নাট্যমঞ্চ থেকে শুরু করে মুক্তাঙ্গন পর্যন্ত সীমাবদ্ধ রাখতে হবে।’
খন্দকার গোলাম ফারুক বলেন, ‘রাজনৈতিক দলগুলো কোনো লাঠিসোটা সমাবেশে কোনোভাবে আনতে পারবে না। কোনো ব্যাগ বহন করতে পারবেন না। রাষ্ট্রদ্রোহী কোনো বক্তব্য তারা প্রদর্শন করতে পারবেন না। যে সীমানা তাদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে, এই সীমানার বাইরে তারা মাইকিং ব্যবহার করতে পারবেন না। জনদুর্ভোগ এড়ানোর জন্য তারা নিজস্ব ভলেনটিয়ার রাখবেন।’
খন্দকার গোলাম ফারুক আরও বলেন, ‘আইনশৃঙ্লা এবং শৃঙ্খলা রক্ষার জন্য প্রত্যেক দলই তাদের স্বেচ্ছাসেবক বা শৃঙ্খলা বাহিনী রাখবেন, যারা পুলিশকে সার্বিক সহযোগিতা করবেন। দুই দলের প্রতিই আমাদের অনুরোধ থাকবে, কোনো দলই আইনশৃঙ্খলা অবণতি হওয়ার মতো কোনো কাজ করবেন না। যেকোনো দলের পক্ষ থেকে যদি আমরা এ ধরনের কোনো বিষয় দেখি, তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আপনাদের (সাংবাদিক) মাধ্যমে আমরা রাজনৈতিক দলগুলো ধন্যবাদ জানাচ্ছি, আজকে সমাবেশ না করার জন্য।’