সাভারে প্রস্তুত আ.লীগের সমাবেশ মঞ্চ, আসতে পারে বিএনপিকে প্রতিহতের বার্তা
বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সাভারে আওয়ামী লীগের সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তৈরি হয়েছে মঞ্চ। এরইমধ্যে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে এ সমাবেশ শুরুর কথা রয়েছে। এই সমাবেশ থেকে বিএনপিকে প্রতিহত করার বার্তা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ।
রাজধানীর প্রবেশমুখে সাভারের আমিনবাজারে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত এই মহাসমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ বলেন, ‘বিএনপি চলতি মাসেই আন্দোলনের মাধ্যমে সরকার পতনের ঘোষণা দিয়েছে। আজকের সমাবেশ থেকে আওয়ামী লীগের রাজনৈতিক শক্তি ও সামর্থ্যের মাধ্যমে বিএনপিকে প্রতিহত করার বার্তা দেওয়া হবে।’