গাজীপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা
গাজীপুর সদর উপজেলায় দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার বাঙালগাছ এলাকায় আজ শুক্রবার (২০ অক্টোবর) রাত ৭টার দিকে ওই দুজনের মরদেহ পাওয়া যায়।
নিহতরা হলেন—ময়মনসিংহ গফরগাঁও এলাকার শফিকুল ইসলাম ও তার ছোট ভাই শুকুর আলী। তারা দুজনে মহানগরীর বাঙালগাছ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
নিহতের স্ত্রী সুমাইয়া বেগম জানান, শফিকুল বলাকা বাসের হেলপার হিসেবে কাজ করত। বরশি দিয়ে মাছ ধরার জন্য আজ বিকেলে বাসা থেকে বের হন। রাসেল নামে একজন এসে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তিনি তার স্বামী ও দেবর শুকুর আলীর মরদেহ দেখতে পান।
সুমাইয়া বেগম বলেন, ‘টাকা পয়সা নিয়ে আমার স্বামীর সঙ্গে কাঠের এক দোকানদার ও তার ভাইয়ের ঝামেলা ছিল। কয়েক দিন আগে তাদের সঙ্গে মারামারি-ঝগড়া হয়েছিল। শত্রুতা বলতে তাদের সঙ্গেই ছিল।’
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম ঘটনাস্থালে পৌঁছে বলেন, ‘আমরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এসে রক্তাক্ত অবস্থায় দুটি মরদেহ পেয়েছি। ঘটনাস্থলে তাদের স্বজনরা রয়েছে। ক্রাইম ইউনিটকে খবর দিয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’