চাঁদপুরে ৪৭ জেলে নৌকা নিলামে সাড়ে ২২ লাখ টাকায় বিক্রি
মা ইলিশ রক্ষার সরকারের দেওয়া ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদী থেকে জব্দ ৪৭টি জেলে নৌকা নিলামে ২২ লাখ ৬৪ হাজার ২৫৬ টাকায় বিক্রি হয়েছে। একই সময়ে জব্দকৃত একটি সুতার জাল বিক্রি হয় তিন হাজার ৪২৬ টাকায়।
বুধবার (১৫ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত চাঁদপুর কোস্ট গার্ড স্টেশনে এসব নৌকা উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করেন জেলা প্রশাসনের গঠিত কমিটি।
চাঁদপুর কোস্ট গার্ড স্টেশনে কমিটির আহ্বায়ক জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী, সদস্য সচিব সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, সদস্য নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেশকাতুল ইসলাম, নিগার সুলতানা ও চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামানের উপস্থিতিতে নিলাম কার্যক্রম সম্পন্ন হয়।
সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘জব্দকৃত নৌকাগুলো বিক্রির জন্য জেলা প্রশাসক মো. কামরুল হাসান ৬ নভেম্বর কমিটি করে অফিস আদেশ দেন। ওই আদেশে ১৫ নভেম্বর উন্মুক্ত নিলামে নৌকাগুলো বিক্রির কাজ সম্পন্ন হয়েছে। ৪৭টি নৌকা উন্মুক্ত নিলামে পর্যায়ক্রমে ভ্যাটসহ ২২ লাখ ৬৪ হাজার ২৫৬ টাকায় বিক্রি হয়। বিক্রয়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা হবে।’
এদিকে, একই দিন হাইমচরে উপজেলা টাস্কফোর্স জব্দ করা ১৫ নৌকা উন্মুক্ত নিলামে বিক্রি হওয়ার কথা থাকলেও তা বিক্রি হয়নি।
হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাহবুব রশীদ বলেন, ‘অভিযানে জব্দ ১৫ জেলে নৌকার মধ্যে কিছু নৌকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি নৌকার বিষয়ে পর্যায়ক্রমে উপজেলা টাস্কফোর্স কমিটি যে সিদ্ধান্ত নেবে, তা বাস্তবায়ন করা হবে।’