হরতালের সমর্থনে ঢাবিতে ছাত্রদলের দেওয়া তালা ভাঙলেন কর্মচারীরা
হরতালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসনিক ও ডাকসু ভবনে তালা দিয়েছে ছাত্রদল। এ ছাড়া মধুর ক্যান্টিনেও তালা দিয়েছে তারা। একইসঙ্গে তালার পাশে একটি করে ব্যানার লাগিয়ে দেওয়া হয়। সেসব ব্যানারে ‘রাষ্ট্র সংস্কারের কাজ চলছে-সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’ ‘এক দফা দাবিতে দেশব্যাপী হরতাল চলছে’ সম্বলিত লেখা দেখতে পাওয়া যায়।
আজ রোববার (১৯ নভেম্বর) ভোরের দিকে ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান খন্দকার অনিকের নেতৃত্বে নেতাকর্মীরা ভবনগুলোতে তালা দেয়। তবে, অফিস সময় শুরুর আগেই তালাগুলো ভেঙে ফেলেন ঢাবির কর্মচারীরা। পাশাপাশি ব্যানারগুলো ছিঁড়ে ফেলেন তারা।
ছাত্রদল নেতা অনিক বলেন, ‘আমরা আজ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও ডাকসু ভবনে তালা লাগিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই বার্তা দিতে চাই। সেই বার্তা হলো- আওয়ামী লীগের রক্ষাকবজ না হয়ে নিরাপদ, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠা করুন। ছাত্রলীগবান্ধব প্রশাসন না হয়ে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করুন ও সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে প্রকৃত অভিভাবকের দায়িত্ব পালন করুন।’
ঢাবির এই শিক্ষার্থী বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনেকবার বলেছি, হরতাল-অবরোধে ক্লাস ও পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের জীবন ঝুঁকির মধ্যে ফেলবেন না। কিন্তু, তারা তা না করে আওয়ামী লীগের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ক্লাস-পরীক্ষা চালু রেখেছে। এজন্যই আমাদের এই কর্মসূচি।’
এ প্রসঙ্গে ঢাবির প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেন, ‘তালা কি জন্য লাগায়, এটাই আমি আসলেই বুঝি না। এটা কোনো কালচার হতে পারে না। শিক্ষার্থীরা পরীক্ষা দিতে চায়, সবাই ক্লাস করতে চায়। এখন এসব তালা লাগিয়ে ক্লাস-পরীক্ষা এগুলো কি আটকানো সম্ভব?’