কানাডা যাওয়ার সময় বিমানবন্দরে আটকে দেওয়া হলো বিজিবির সাবেক ডিজিকে
স্ত্রীসহ কানাডা যাওয়ার সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মইনুল ইসলামকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটকে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) তিনি এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে দুবাই হয়ে কানাডার টরন্টোর উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল। সঙ্গে তার মেয়েও কানাডা যাচ্ছিলেন, তাকেও আটকে দেওয়া হয়েছে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তার দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল। বিমানে ওঠার প্রক্রিয়া হিসেবে তিনি ইমিগ্রেশন সম্পন্ন করতে ইমিগ্রেশন কাউন্টারে যান। ইমিগ্রেশন থেকে একটি গোয়েন্দা সংস্থার কাছে ক্লিয়ারেন্স চাইতে গেলে তারা ক্লিয়ারেন্স দেয়নি। পরে তাকে আটকে দেওয়া হয়।
তবে তাকে আটক বা গ্রেপ্তারের বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. আতিকুল ইসলামের ভাই।