হত্যাচেষ্টা মামলায় কাউন্সিলর মনজুর রিমান্ডে
হত্যাচেষ্টা মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও তেজগাঁও থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মনজুরের তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান এ আদেশ দেন।
এদিন ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ও পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) থোয়াই চনু মার্মা আসামিকে হাজির করে ১০ দিন রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ডের আদেশ দেন। এর আগে রাজধানীর উত্তরা ১৪ নম্বর সেক্টর এলাকা থেকে আসামি মনজুরকে গ্রেপ্তার করে পুলিশ।
নথি থেকে জানা গেছে, গত ৫ আগস্ট পল্টন থানার পুরানা পল্টন মোড়ে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে একদফার আন্দোলনে অংশ নেন মামলার বাদী সাইফুল ইসলাম মিতুল। এসময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় চোখ, পিঠ ও মাথায়সহ সারা শরীরে রাবাট বুলেটে বিদ্ধ হন মিতুল। এ ঘটনায় গত ৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন তিনি।