নওগাঁ সীমান্তে বিজিবির বাধায় বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ
নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্তে বিজিবির বাধায় বন্ধ হল ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ। তবে বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল আছে।
আজ বুধবার (৮ জানুয়ারি) সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ করে দেয় নওগাঁর পত্নীতলা উপজেলার ১৪ বিজিবি ব্যাটালিয়ন।
নওগাঁর-১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন এসব তথ্য নিশ্চিত করে জানান, নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর এলাকায় প্রায় ৬০০ গজের মধ্যে দুদেশের কোন কাঁটাতারের বেড়া নেই। আজ বুধবার সকালে হঠাৎই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একটি দল ওই সীমান্ত এলাকায় তারকাঁটা বেড়া নির্মাণের জন্য আসে। আইন অনুযায়ী দুদেশের সীমান্ত পিলার থেকে দেড়শ গজের মধ্যে ফসল চাষ ব্যতিত স্থায়ী কোন স্থাপনা কিংবা বেড়া দিতে পারবে না। এটি দুদেশের জন্যই প্রযোজ্য হবে। কিন্তু বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন ভেঙে কাঁটাতার নির্মাণ করতে আসে৷ বিষয়টি জানতে পেরে বিজিবি সদস্যরা তাদের বাধা দেয়। এসময় কাজ না করেই ফিরে যায় বিএসএফ সদস্যরা।
বিজিবি অধিনায়ক মোহাম্মদ ইকবাল হোসেন আরও জানান, এবিষয়ে দুদেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক আহ্বান করা হয়েছে। কোম্পানি কমান্ডার পর্যায়ে আলোচনা ফলপ্রসূ না হলে উচ্চ পর্যায়ে বৈঠক করা হবে। সীমান্তের এমন পরিস্থিতিতে বিজিবি সবসময় সতর্ক আছে।