কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু
গুচ্ছ পদ্ধতিতে আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। দুপুর ১২টা থেকে শুরু হয়ে ১টা পর্যন্ত চলবে এই পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদের সামনে সিটপ্ল্যান লাগানো হয়েছে।
করোনার সংক্রমণ রোধে পরীক্ষা নেওয়ার সময় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের ফকটে প্রবেশ পথে স্যানিটাইজার ও মাস্ক পরিধান নিশ্চিত করে প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেওয়া হয়।
ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ৫৮টি কক্ষে ভর্তি পরীক্ষা দিচ্ছেন। গুচ্ছ পদ্ধতিতে এ, বি ও সি—এই তিন ইউনিটে পরীক্ষায় অংশ নিচ্ছেন সাত হাজার ২৬ জন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি ২০২০-২০২১-এর সদস্য সচিব ড. আবু তাহের বলেন, ‘পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাড়াও গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, বিভিন্ন আঞ্চলিক সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠন—বিএনসিসি ও রোভার স্কাউট কাজ করছে।