ঢাবিতে অসুস্থ ছাত্রকে ‘গেস্টরুমে’ নির্যাতনের অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের এক অসুস্থ ছাত্রকে কথিত গেস্টরুমে নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রলীগের কয়েকজন কর্মীর বিরুদ্ধে। ওই শিক্ষার্থী অচেতন হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা যায়। অভিযোগ উঠেছে, গতকাল বুধবার রাতে ও নির্যাতনের ঘটনা ঘটে। এরই মধ্যে হল প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে।
অসুস্থ ওই শিক্ষার্থীর নাম আকতারুল ইসলাম। তিনি ২০২০-২১ সেশনের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র। তিনি বিজয় একাত্তর হলের মেঘনা ৩০০২(ক) নম্বর কক্ষে থাকেন। যদিও সেটি হল ছাত্রলীগের তৈরি করা একটি গণরুম বলে জানা যায়।
অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন—সমাজ বিজ্ঞান বিভাগের কামরুজ্জামান রাজু, মনোবিজ্ঞান বিভাগের শুভ, ইতিহাস বিভাগের হৃদয় আহমেদ কাজল, সমাজ কল্যাণ বিভাগের ইয়ামিন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাইফুল ইসলাম ও লোক প্রশাসন বিভাগের সাইফুল ইসলাম রোহান।
জানা গেছে, অভিযুক্তরা ২০১৯-২০ সেশনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং বিজয় একাত্তর হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও হল কমিটির শীর্ষ পদের প্রার্থী আবু ইউনুছের অনুসারী।
এরই মধ্যে আকতারুল ইসলাম নামের ওই শিক্ষার্থী প্রাধ্যক্ষের কাছে বিচার চেয়ে একটি অভিযোগপত্র দিয়েছেন। পরে হল প্রশাসন থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত করতে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
অভিযোগ উঠেছে, গত সপ্তাহে বাবার স্ট্রোক করার কথা শুনে কয়েকদিন ধরে অসুস্থ এবং মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন আকতার। এর মধ্যে গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাঁকে গেস্টরুমে ডাকেন অভিযুক্ত রাজু, কাজল, ইয়ামিন, শুভ, সাইফুল ও রোহান। এর আগে গেস্টরুমে উপস্থিত না থাকায় আকতারকে এর কারণ জিজ্ঞাস করেন তাঁরা। তখন আকতার নিজের অসুস্থতার কথা বলেন। পরে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। ওই সময় তাঁকে ১০ মিনিট লাইটের দিকে তাকিয়ে থাকতে বলা হয়। কয়েক মিনিট তাকানোর পর আকতার অজ্ঞান হয়ে পড়েন। এরপর তাঁকে ঢামেক হাসপাতালে ভর্তি করান তাঁর সহপাঠীরা।
অভিযোগ পাওয়ার পর বিষয়টি সম্পর্কে খোঁজ নিতে গেলে প্রথমে কথা বলতে রাজি হননি আকতার। পরে তিনি বলেন, ‘ভাইয়েরা শুধু হালকা গালিগালাজ করেছিলেন।’ হাসপাতালে যাওয়ার বিষয়টিও স্বীকার করতে চাননি আকতার। কিন্তু, তাঁর পকেট থেকে পাওয়া ইসিজি রিপোর্ট পাওয়ার পর জানা যায় তিনি হাসপাতালে গিয়েছিলেন।
এসব বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের হল কমিটির পদপ্রত্যাশী আবু ইউনুছ বলেন, ‘আমি জানতে পেরেছি। এটা আসলে অপ্রত্যাশিত। আমি বিষয়টি দেখছি।’
এ বিষয়ে জানতে বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল বাছির বলেন, ‘আমি ঘটনা শুনেই হলে গিয়েছি। একটি তদন্ত কমিটিও গঠন করেছি। তাদের সুষ্ঠু তদন্তের পর ঘটনার বিচার করা হবে।’
এর আগে হল খোলার পর বিভিন্ন সময় বিজয় একাত্তর হলে প্রায় পাঁচটি নির্যাতনের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া যায়। এ বিষয়ে জানতে চাইলে প্রভোস্ট বলেন, ‘কেউ অভিযোগ দেয় না। অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নিতে পারি। আর এসব ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারাই দেখবে।’