ঢাবিতে ‘গেস্টরুমে নির্যাতনের’ প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোতে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের বিরুদ্ধে ‘গেস্টরুম নির্যাতনের’ অভিযোগ এনে বিক্ষোভ-সমাবেশ করেছে ছাত্রদল।
বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আজ রোববার বেলা ১১টার দিকে এ বিক্ষোভ-সমাবেশ করে তারা। এর আগে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে একটি মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়।
সমাবেশে ঢাবি ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আমানউল্লাহ আমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মামুন খান, সিনিয়র যুগ্ম-সম্পাদক আমিনুর রহমান আমিন, যুগ্ম-সম্পাদক তানজিল হাসান, মারুফ এলাহি রনি, শ্যামল মালুম, মাহাবুব মিয়া, সহ-সাধারণ সম্পাদক আকতার হোসেন, ইসামন্তাজ ইজাজ শাহ, সুলতানা জেসমিন জুইসহ অন্যান্য নেতারা।
জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন শ্যামল বলেন, ‘ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশে কোথাও আজ নিরাপদ পরিবেশ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় এর বাইরে নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ নিরাপদ পরিবেশ বিরাজ করছে না। সবার প্রতি উদাত্ত আহ্বান, আর পেছনে ফিরে তাকানোর সময় নেই। ছাত্রদলের নেতৃত্বে আগামীতে সারা দেশের ছাত্রসমাজ ছাত্রলীগের বিরুদ্ধে রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলবে।’
ঢাবি ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘মুজিব হলে শিক্ষার্থীকে নির্যাতন এবং হলছাড়া করেছে ছাত্রলীগ। প্রতিটি হলে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ প্রতিনিয়ত অত্যাচার ও নির্যাতন চালাচ্ছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় নীরব ভূমিকা পালন করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরবতা ছাত্রলীগকে আরও বেপরোয়া হতে উৎসাহিত করছে। আমরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সেইসঙ্গে ছাত্রদলের ওপর হামলার ঘটনাগুলোরও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’