‘নীতিমালা হওয়া মানেই পরীক্ষা অনলাইনে হবে এমন নয়’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মণ্ডল বলেছেন, ‘অনলাইন পরীক্ষার নীতিমালা হওয়া মানেই পরীক্ষা অনলাইনে হবে এমন নয়, আমরা এখনও সশরীরে পরীক্ষার পক্ষে। তবে অক্টোবরে বিশ্ববিদ্যালয় না খুললে তখন অনলাইন পদ্ধতিতে যেতে হবে।’
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ৫৫তম একাডেমিক কাউন্সিল শেষে এনটিভি অনলাইনকে এমন তথ্য জানিয়েছেন ডিন।
অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, ‘অনলাইন পরীক্ষার যে নীতিমালা ডিন মিটিংয়ে করা হয়েছে আজকের একাডেমিক কাউন্সিলে এক-দুইটা ছাড়া সব নীতিমালা গ্রহণযোগ্য হয়েছে। আগামী সিন্ডিকেটে এটি পাশ হবে।’
রবীন্দ্রনাথ মণ্ডল আরও বলেন, ‘অনলাইন পরীক্ষার নীতিমালা হওয়া মানেই পরীক্ষা অনলাইনে হবে এমন নয়, এখনও সশরীরে পরীক্ষার পক্ষে। তবে অক্টোবরে বিশ্ববিদ্যালয় না খুললে তখন অনলাইন পদ্ধতিতে যেতেই হবে। তাই নীতিমালা আগেই তৈরি রাখাতে পরবর্তীতে সময় নষ্ট হবে না। পরীক্ষা যেভাবেই হোক না কেন পরীক্ষার আগে চার সপ্তাহ সময় দেওয়া হবে।’
সেপ্টেম্বরে পরীক্ষা নেওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা- এমন প্রশ্নে ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মণ্ডল এনটিভি অনলাইনকে বলেন, ‘সেপ্টেম্বরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই।’
এর আগে আজ সকালে একাডেমিক কাউন্সিলের মিটিং শুরু হওয়ার আগে দ্রুত পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কোষাধ্যক্ষের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।